Loading Now

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে মতবিনিময় সভা

দিনাজপুর সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়ন বিএনপি আয়োজিত ইউনিয়নের ফুলতলা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডাল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় কোতোয়ালি কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান সবুজ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু, শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনার, ৬নং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলুসহ জেলা বিএনপি, কোতোয়ালি বিএনপি, ৫নং শশরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ৫ই আগস্টের আগেই তারেক রহমান ২৭ দফা দাবি তুলে ধরেন। আর পরে আরো চারটি দাবি যোগ করে মোট ৩১ দফা দাবি উত্থাপন করেন। এই দাবিগুলো আমাদের দেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য অন্তত গুরুত্বপূর্ণ। গত ১৭ ধরে তারেক রহমান লন্ডনে রয়েছেন। তার মত অনেকেই দেশের মধ্যে নির্যাতিত হয়েছেন। এখন‌ সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ার। আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব চাই। তার দেয়া ৩১ দফার বাস্তবায়ন চাই।

এর আগে উপস্থিত নেতাকর্মী ও সর্ব সাধারণের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।