তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ২০ শিশুসহ নিহত ৬০
তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের একজন প্রতিবেদক। নিহতদের মধ্যে রয়েছে অন্তত ২০ জন শিশু, যাদের মধ্যে ছয় মাস বয়সী শিশুও ছিল।
ইরানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, রাজধানী তেহরানের শাহরাক-ই শহীদ চামরান আবাসিক এলাকায় ১৪ তলা একটি ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ১০টি মরদেহ আটকে আছে।
ইরানে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি শুক্রবার জানান, ইসরায়েলের হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। তবে তেহরানে নিহত ৬০ জন তার ওই ঘোষণার মধ্যেই অন্তর্ভুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলের এই হামলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আবাসিক এলাকায় শিশুদের ওপর এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
মানবাধিকার সংগঠনগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার দাবি জানাচ্ছে।
প্রসঙ্গত, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের এই সাম্প্রতিক হামলা দেশের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বসতবাড়িতেও আঘাত হানছে, যা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ইরান এখনো পূর্ণ প্রতিক্রিয়া জানায়নি, তবে পাল্টা হামলার প্রস্তুতি চলছে বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। শনিবার (১৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী। তাদের উদ্দেশ্য, ইসরায়েলের জন্য সবরকম হুমকি নির্মূল করা।
সূত্র : সিএনএন
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।