ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ উপদেষ্টাদের তেহরান ছেড়ে যাওয়ার পরিকল্পনা
চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি রোববার (১৫ জুন) তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা তেহরান ছেড়ে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা করছেন।
নিজেদের হাতে আসা তথ্যের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল বলছে, খামেনির ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। ইরানে পরিস্থিতি যদি আরও অবনতি হয় তাহলে তিনি নিজে এবং তার পরিবারের সম্ভাব্য প্রস্থান নিশ্চিত করতে এই আলোচনা করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, রাশিয়ার সিনিয়র এক কর্মকর্তা হেজাজিকে আশ্বস্ত করেছেন যে উত্তেজনা আরও বাড়লে, মস্কো নিরাপদ করিডোরের মাধ্যমে তাকে সরিয়ে নেওয়ার সুবিধা প্রদান করবে।
ইরানের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারাও একই পথে হাঁটছেন বলে দাবি ইরান ইন্টারন্যাশনালের। সংবাদমাধ্যমটি বলছে, এরইমধ্যে কিছু ইরানি কর্মকর্তা তাদের দেশ ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।