Loading Now

খানসামায় পুকুরে ডুবিয়ে কিশোর হত্যার অভিযোগে ১ জন গ্রেফতার

খানসামা, দিনাজপুর : দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর (উকিল পাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কিশোর আরাফাত হোসেন (১৩) ওই গ্রামের মো. ছাইদুল ইসলামের পুত্র।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মো. রবিউল ইসলাম (৪২)।

তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য একরামুল হকের বড় ছেলে। অভিযোগে বলা হয়, রবিউল পূর্বপরিকল্পিতভাবে আরাফাতকে পার্শ্ববর্তী পুকুরে নিয়ে যায় এবং সেখানে পানিতে চুবিয়ে তার মৃত্যু ঘটায়।

ঘটনার পর পরই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ হত্যাকা-ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।