Loading Now

পার্বতীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে ১ জনের মৃত্যু

পার্বতীপুর, দিনাজপুর : বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ছাদের উপর থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু।

আজ সোমবার ১৬ই জুন ১২টা৩০মিনিটের সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯ আপ রামসাগর এক্সপ্রেস পার্বতীপুর স্টেশনে ৩ নং প্ল্যাটফর্মে ৫ নম্বর লাইনে প্রবেশের সময় ছাদের উপর পানির পাইপ লাইন সাথে ধাক্কা লেগে

মো: সাগর পিতা হাসানুর রহমান গ্রাম মনিরামপুর ৩নং ওয়ার্ড সুন্দরগঞ্জ গাইবান্ধা নামে এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পরে দ্বিঘন্টিত হয় নিহত ব্যক্তি গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। পার্বতীপুর জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় রাখেন।

পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।