Loading Now

দিনাজপুরে নৃত্যের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরে নৃত্যের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যেখানে জেলার ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গতকাল সন্ধ্যায় দিনাজপুর শিল্পকলা একাডেমিতে নৃত্যবিতান সংগঠনের আয়োজনে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নৃত্য প্রশিক্ষক অনিক বসু,

নৃত্য বিতানের উপদেষ্টা শহীদুর রহমান পাটোয়ারী মোহন, সভাপতি ছায়েদ আলী, সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সহ-সভাপতি রফিকুল ইসলাম পাভেল, সাধারন সম্পাদক ও পরিচালক পল্লব সরকার, সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নীলফামারী শাখার সহ-সভাপতি রাব্বি আল কাওসার রাজু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার বিপুল সরকার সানি প্রমুখ।

সংস্কৃতি অঙ্গনের বড় একটি দিক নৃত্য। নৃত্যকে আরও উন্নত করতে হবে। সেই সাথে যারা এই শিল্পের সাথে জড়িত তাদের জন্য প্রশিক্ষণের স্থান করা প্রয়োজন। এই জেলা থেকে নৃত্য শিল্পীরা যাতে করে দেশের তথা বিশ্বের প্রতিযোগিতায় নিজেদেরকে যোগ্য স্থানে নিয়ে যেতে পারে, দেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।