ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চিলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩), অপরজন একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতালেব হোসেন (২৭)।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সাজু ইসলাম ও মোতালেব হোসেন মঙ্গলবার (১৭ জুন) মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার জন্য রওনা দেন, সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকা পৌছালে বিপরিত দিক থেকে আসা দিনাজপুরগামী (ঢাকা- মেট্রো ন-১৯-১৬২৬) প্লাষ্টিকের ঝুড়ি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে (ঠাকুরগাঁও-ল-১১-৪২৯২) মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক মোতোলেব হোসেন ও সাজু ইসলাম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের মরদেহ সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহোযোগি পালিয়েগেছে। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।