Loading Now

উলিপুরে নাশকতার অভিযোগে আলমগীর বসুনিয়া গ্রেফতার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আলমগীর বসুনীয়া (৫৮)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার(১৭ জুন) বিকেলে উপজেলার থেতরাই বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় ও দলীয় সুত্রে জানা গেছে, আলমগীর বসুনীয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থেতরাই ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক থাকাকালীন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের নৌকা মার্কার নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেন।

এছাড়াও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের আওয়ামীলীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা মার্কার প্রচার-প্রচারণা ও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপি’র নতুন আংশিক আহবায়ক কমিটিতে তিনি কৌশলে সদস্য পদ নিলেও পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১জুন দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার সদস্য সচিবের পদ স্থগিত ঘোষণা করা হয়।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নে অভিযান পরিচালনা করে বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে থেতরাই বাজার থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বুধবার(১৮ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।