দিনাজপুর ফুলবাড়ীতে কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দদুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি প্রণোদনা হিসেবে এ সার ও বীজ প্রদান করা হয়।
বীজ ও সার বিতরন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা-আমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা-আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩ হাজার কৃষকের মাঝে বিতরণ করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।