গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
পলাশবাড়ী, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, সকালের দিকে বাড়ির উঠানে পানিভর্তি একটি বালতি ছিল। এর পাশে খেলছিল সালমান ফারসি। এরই মধ্যে বাড়ির লোকজনের অজান্তে হঠাৎ করে সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে সালমানকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহোদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম বলেন, ওইস্থানে পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছি। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা উচিত।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।