গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ছাত্র-জনতার উদ্যোগে অবস্থান কর্মসূচী পালন করেছে।
উপজেলা পরিষদের সামনে রোববার (২২ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূছি পর্যন্ত পালন করেন ছাত্র-জনতা।
এ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন এমএ মতিন মোল্লা, বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাসেদ রায়হান, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা মোস্তাকিম সজিব, ছাত্রনেতা মোকসেদুর রহমান, মিসকাত, কৌশিক, শুভসহ অন্যান্যরা।
বক্তরা বলেন, জেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের অন্যান্য জেলার মানুষ সুবিধা পাবে। এ জন্য সরকারের সিদ্ধান্ত এবং দ্রুত বাস্তবায়নের দাবী জানান তারা।
এ কর্মসূচী থেকে তারা বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ, প্রচার অভিযান ছাড়াও ঢাকায় মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষনা দেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।