Loading Now

দিনাজপুর নাট্য সমিতির ১শ ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণী সাংস্কৃতিক ব্যক্তিদের সম্মাননা প্রদান

দিনাজপুর সংবাদদাতা : আলোচনা সভা, গুনিজন সম্মাননা প্রদান ও শিশুদের একক অভিনয়ে উৎসবমুখর পরিবেশে শতবর্ষী প্রতিষ্ঠান ‘দিনাজপুর নাট্য সমিতি’র ১শ ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল সন্ধায় আষাঢ়ের বৃষ্টিস্নাত সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির নিজস্ব মিলনায়তনে সংগঠনের সভাপতি চিত্ত ঘোষ এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন শেষে স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতিরি সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু।

এরপর তিন জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্য সমিতির সাবেক সভাপতি নুরুল হুদা (মরণোত্তর), র্দীঘ সময়ের সদস্য/ নির্দেশক শাহজাহান শাহ (মরণোত্তর) ও প্রবীন সদস্য অভিনয় শিল্পী প্রতুল চন্দ্র দাসকে নাট্য সমিতির সম্মাননা প্রদান করা হয়।

প্রয়াত নুরুল হুদার পক্ষে সম্মাননা গ্রহন করেন তার দ্বিতীয় পুত্র মরহুম ইস্কান্দার আজাদ রাজু’র সহধর্মিনী মঞ্জুয়ারা বেগম এবং কনিষ্ঠ পুত্র জুবাইরুল আজাদ টুলু। তাকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান নাট্য নির্দেশক মাহমুদুন্নবী নয়ন বার্টেল। প্রয়াত শাহজাহান শাহ’র পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মীনি সুরাইয়া শাহ।

তাকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি সহিদুল ইসলাম। প্রতুল চন্দ্র দাসকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান নাট্যাধ্যক্ষ তরিকুল আলম। তিন জনকে সম্মাননা স্মারক তুলে দেন নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু।

সম্মাননা প্রাপ্তদের পরিচিতি পাঠ করেন সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল মতিন সৈকত, পাঠাগার বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা পলি এবং কার্যকরি সদস্য মীর শিরীন আকতার পারভীন।

এরপর আলোচনা সভায় অংশ নেন সমিতি’র দীর্ঘদিনের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দিন বাচ্চু, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম, উদীচী দিনাজপুর জেলা সংসদের সহ-সভাপতি রবিউল আউয়াল খোকা, সাবেক শিক্ষক সফিকুল ইসলাম, সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি সহিদুল ইসলাম, আমাদের থিয়েটারের সভাপতি ড. মাসুদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির অনুষ্ঠান সম্পাদক হারুন উর রশিদ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শতবর্ষী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি নাট্য চর্চায় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক সুনাম অর্জন করে চলেছে। পেয়েছে শিল্পকলা পদক। প্রাচীন এই সৃজনশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুর্বসুরি নেতৃত্বের ধারাবাহিকতা ও কলাকুশলী-নাট্য নিদের্শকদের শিল্পের প্রতি একনিষ্ঠতা ও দীর্ঘ পরিশ্রমের ফসল।

এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এছাড়াও দিনাজপুর নাট্য সমিতি এ সময়ের মধ্যে “শিশু-কিশোর নাট্যোৎসব” করে বড় ধরনের একটি মাইল ফলক সৃষ্টি করেছে। বেশকিছু শিশুতোষ নাটক মঞ্চস্থও হয়েছে।
পরে শিশু শিল্পীদের একক অভিনয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচি সমাপ্ত করা হয়।

শিশুদের একক অভিনয়ে শাহজাহান শাহ রচিত ইত্যাদি ধরনের প্রভৃতি নাটকের হকার চরিত্রে ইহাম রহমত খাঁন, টংকনাথ অধিকারি রচিত মুক্তিযুদ্ধ নাটকের নারী মুক্তিযোদ্ধা চরিত্রে শারীকা নাওয়ার সৃজনা, কাবুলিওয়ালা নাটকের মিনি চরিত্রে প্রিয়ন্তী দাস, রক্তকরবী নাটকের নন্দিনী চরিত্রে পৃথিলা দাস, আমি হব চরিত্রে যারিন হাসান সুবাহ এবং শিশু ধর্ষণ চরিত্রে সুষমা সরকার অভিনয় করেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নাট্য সমিতির পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক শেখ ছগির আহাম্মদ কমল, নাট্য নির্দেশক তারিকুজ্জামান তারেকসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু শিল্পীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।