Loading Now

বিরলে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ছাগল বিতরণ

বিরল, দিনাজপুর : বিরলে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে অসহায় ও দরিদ্র মহিলাদের আয়বৃদ্ধিমূলক কমসূচির অধীনে ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের সিঙ্গুঁল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ২০ জন উপকারভোগীর মাঝে ২ টি করে মোট ৪০ টি ছাগল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিটন আলী উপকারভোগীদের মাঝে ছাগলসমূহ বিতরন করেন। মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিঙ্গুঁল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ছাবেদ আলী, ইউপি সদস্য মোঃ মেহেদী হাসান সাকিল।

প্রধান অতিথি বলেন উপকারভোগীগন আয়বৃদ্ধিমুলক কর্মসুচিতে অংশগ্রহণ করে দারিদ্র্য বিমোচনে যথেষ্ট ভূমিকা রাখবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার জন্য মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালককে অনুরোধ করেন এবং দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক মোঃ সেলিম রানা সহ অন্যন্য সহকমী্ বৃন্দ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।