Loading Now

রংপুরে হাজিরহাট থানার ওসির বদলি

রংপুর : জুলাই আন্দোলন চলাকালে রংপুর নগরীতে পুলিশের ধাওয়াতে হার্ট অ্যাটাক করে নিহত মুদি দোকানি ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মাহমুদুল হককে গ্রেফতার করে হাজিরহাট থানা পুলিশ। এরপর আন্দোলনে নামে বেরোবির শিক্ষার্থী ও শিক্ষকরা। এ ধরনের বিতর্কের মধ্যেই হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহকে বদলি করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

তার স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ বদলি করা হয়। বদলির আদেশ সূত্রে জানা যায়, হাজিরহাট থানার ওসিকে মহানগর ডিবির পরিদর্শক ও মহানগর ডিবির পরিদর্শক রাজিবুল ইসলামকে হাজিরহাট থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে হার্ট অ্যাটাকে নিহত ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গ্রেফতার করে পুলিশ। তার গ্রেফতারের পরপরই শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীরা মাহমুদুল হককে গ্রেফতারের বিষয়ে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়ে দ্রুত তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

এদিকে মাহমুদুল হকের জামিন শুনানি আজ রোববার দুপুরে রংপুরের আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামিন শুনানি ঘিরে সকাল থেকেই আদালত অঙ্গনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে অবস্থান নেন এবং ‘মাহমুদুল হকের মুক্তি চাই’, ‘গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ চলবে না’ ‘জুলাই আন্দোলন নিয়ে মামলা বাণিজ্য চলবে না’ বলে স্লোগান দিতে থাকেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, হাজির হাট থানার পুলিশের নিয়মিত বদলির নিয়মে বদলি হয়েছেন। এটি কোনো ঘটনার প্রেক্ষাপটে হয়নি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।