Loading Now

২১ দফা দাবিতে রেলগেট ও সড়কপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর : রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা ২১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটের সমাধান না হওয়ায় তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

রোববার (২২ জুন) সকাল ৯ টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা লালবাগ রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, পর্যাপ্ত বাসের সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা, আইসিটি সুবিধার অভাবসহ নানা সমস্যা বছরের পর বছর অবহেলিত রয়েছে। এসব বিষয়ে একাধিকবার কলেজ প্রশাসনকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থী আল মাহামুদ আসাদ বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়। এটি আমাদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন। আমরা চাই একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ।

শিক্ষার্থী শিমলা আক্তার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর হবে। এটা আমাদের প্রাপ্য অধিকার, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলবে।

এদিকে শিক্ষার্থীরা লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আন্দোলনের গতিবিধি নজরে রেখে অবস্থান করছেন সেখানে। এসময় শিক্ষার্থীদের সাথে কয়েক দফা কথাও বলেন তারা।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। শিক্ষার্থীদের আন্দোলনের খবরে অভিভাবক ও সাধারণ মানুষ দ্রুত ও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।