নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নীলফামারী : নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যায় ট্রেন।
বুধবার (২৫ জুন) সকালে জেলা সদরের পলাশবাড়ি জ্ঞানদাস কানাইকাটা রেলঘুমটি এলাকা সংলগ্ন রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সন্তোষ (৫০) সদরের দলুয়ার চাওড়া বড়গাছা এলাকার শ্রীকাল্টুর ছেলে ও একই এলাকার শেল্টু ছেলে ভবেশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি হয়ে ঢাকা যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে ওই ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এসময় মোটরসাইকেলকে টেনেহিঁচড়ে্ প্রায় এক কিলোমিটার নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুজন মোটরসাইকেল আরোহী রেললাইন পারপারের সময় দুর্ঘটনাটি ঘটে। এসময় প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায় ট্রেনটি। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।