আটোয়ারীতে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটোয়ারীতে সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে নিয়মিত – অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩০৬ জন। আটোারীতে ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম দিনের পরীক্ষায় ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন উপজেলা প্রশাসন। কেন্দ্র সচিবদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানাগেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার ( ২৬ জুন) প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৪৬ জন ও ছাত্রী ২৭১ জন।
এরমধ্যে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন ওই কলেজের অধ্যক্ষ কাজী মোঃ ফজলে বারী (সুজা) এবং ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২৬ জন। এরমধ্যে ছাত্র ১৮৭ জন ও ছাত্রী ১৩৯ জন। প্রথম দিনের পরীক্ষায় ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ কেন্দ্রে অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান সচিবের দায়িত্ব পালন করেন। ট্যাগ অফিসার ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি ভেন্যু হিসেবে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় বর্ষের মোট ৪৯৩ পরীক্ষার্থীর মধ্যে ৪৩৭ জন ছাত্র ও ৫৬ জন ছাত্রী। প্রথম দিনের বাংলা-২ পরীক্ষায় (সকালে ৪ + বিকেলে ১২ জন) ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ কেন্দ্রে বলরামপুর আদর্শ মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা কেন্দ্র সচিব এবং উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে আলিম পরীক্ষা কেন্দ্র সাতখামার ফাযিল মাদরাসা। ভেন্যু হিসেবে আটোয়ারী বিএম কলেজে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে মোট ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন ছাত্র ও ২৪ জন ছাত্রী। এর মধ্যে প্রথম দিনের কুরআন মাজিদ পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এখানে কেন্দ্র সচিব ছিলেন সাতখামার ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম এবং ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন ও পর্যবেক্ষন করেছেন। তিনি বলেন, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। পরীক্ষার বিষয়ে কারো কোন প্রকার অসদুপায় অবলম্বন বরদাস্ত করা হবে না। পরীক্ষার বিষয়ে কোন প্রকার অপরাধ সংঘটিত করার চেষ্টা করলে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, করোনার মধ্যে পরীক্ষার কেন্দ্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছি। পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিস্কার –পরিচ্ছন্নতা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখা, কেন্দ্রের সামনে যেন লোকজনের জটলা না থাকে, তা নিয়ন্ত্রণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।