Loading Now

জয়পুরহাটের পাঁচবিবির ৫ বাড়িতে একই দিনে চুরি

পাঁচবিবিতে একই রাতে চেতনানাশক ঔষধ ছিটিয়ে তিনটি বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। ২৬ জুন মঙ্গলবার দিবাগত রাতে আওলাই ইউনিয়নের ভারাহুত গ্রামে এঘটনা ঘটে। চোরেরা ঐ তিন বাড়ী থেকে ৮ ভরি স্বর্নলংকার, নগদ ৮ লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব মন্ডল জানান, বুধবার রাতে প্রতিদিনের মত ভারাহুত গ্রামের আব্দুস সামাদের পুত্র আঃ মালেক মাস্টার ঘুমিয়ে গেলে রাতের কোন এক সময় চোরেরা বাড়ীতে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে ঘরের জানালা কেটে ঘরের ভিতর প্রবেশ করে।

এরপর আলমারিতে রাখা ৮ ভরি স্বর্ণ ও নগদ ৮ লক্ষ টাকা এবং একই ভাবে জামাত আলীর পুত্র আশরাফ আলীর বাড়ীর জানালার গ্রিল কেটে ১৫ হাজার টাকা চুরি করে। এছাড়া ঐ রাতে একই ভাবে মৃত মমতাজ আলী পুত্র মহিউদ্দিন তামান্নার বাড়ীতে প্রবেশ করলেও কোন কিছু নিতে পারেনি।

অপরদিকে মঙ্গলবার দিনে উপজেলার ধরঞ্জী ইউনিয়নে শ্রীমন্তপুর ও পলাশগড়ের দুটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। সেখানেও একটি বাড়ী থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি হয়েছে বলে জানা গেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) সহ পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত চোর সনাক্ত সহ মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।