বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভরলা আব্দুল জব্বার অটো রাইস মিলের পেছনের রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
বোচাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দিনাজপুর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।