ভূরুঙ্গামারীতে ৪ মাস থেকে বন্ধ ইউনিয়ন ভূমি অফিস
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি অফিস ৪ মাস থেকে বন্ধ রয়েছে। স্থানীয় এলাকাবাসী খাজনা ও খারিজ করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ইউনিয়ন ভূমি অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। প্রায় ৪ মাস আগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বদলী নিয়ে অন্য জায়গায় চলে যান। এতে অফিসটিতে কোন কর্মকর্তা ও কর্মচারী না থাকায় ৪ মাস থেকে অফিস বন্ধ হয়ে পড়ে আছে।
চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের শাহজালাল ও মাইদুল ইসলাম জানান, আমরা জমি খারিজের জন্য প্রায় ৪ মাস থেকে ঘুরছি কিন্তু তহশিলদার
(ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) না থাকায় জমি খারিজ করতে পারছিনা।
চর-ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, তহশিলদার না থাকায় মানুষ প্রচুর হয়রানি হচ্ছে। এলাকাবাসী জমির খাজনা দিতে পারছেনা। জমির খারিজ করতে না পারায় জমাজমি বিক্রি বন্ধ রয়েছে।
জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৫৬ জন। দীর্ঘ দিন থেকে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক ও সার্ভেয়ারসহ ৩২টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।
উপজেলা ভূমি অফিসে ২জন বহিরাগত নিয়োগ (চুক্তিভিত্তিক) দেয়া হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় মাসের পর মাস ঘুরেও স্থানীয় এলাকাবাসী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেনা।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, শূন্যপথে পদায়ন করার ক্ষমতা আমার নেই। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।