মেক্সিকোতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর গুলি, নিহত ১১
মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৫ জুন) ভোররাতে ইরাপুয়াতো শহরে ধর্মীয় উৎসব চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটে। ‘সেন্ট জন দ্য ব্যাপটিস্ট’ উপলক্ষ্যে শতাধিক মানুষ রাস্তায় নাচ-গানে মেতে উঠেছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা হঠাৎ হামলা চালায়। মুহূর্তেই উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে।
বুধবার সকালেও ঘটনাস্থলে রক্তের দাগ এবং গুলির চিহ্ন দেখা গেছে। গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৭ বছর বয়সি এক কিশোর, আট পুরুষ এবং দুজন নারী রয়েছেন।
আরও পড়ুন: ১০টি পারমাণবিক বোমার রসদ সরিয়ে ফেলেছে ইরান
ইরাপুয়াতোর স্থানীয় সরকার এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করে বলেছে, নিরাপত্তা বাহিনী দোষীদের খুঁজে বের করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ‘সাইকোলজিক্যাল সাপোর্ট’ দেওয়া হচ্ছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। ’
এর আগে গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জার আয়োজিত অনুষ্ঠানে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।