Loading Now

রংপুরের পীরগঞ্জে এনসিপির ৩ সদস্যের পদত্যাগ

পীরগঞ্জ, রংপুর : কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা, দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করায় প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত উপজেলা সমন্বয় কমিটির তিন সদস্য পদত্যাগ। কমিটি গঠনের ২০ দিনের মাথায় তাদের এই পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদ্যঘোষিত উপজেলা সমন্বয় কমিটির সদস্য তৌফিক হাসান।

এর আগে, বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ওই তিন সদস্য।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী সদস্যরা হলেন- তৌফিক হাসান, মোক্তাদির কেমি ও জাহাঙ্গীর আলম জাকির।

পদত্যাগের কারণ তুলে ধরে তারা বলেন, আন্দোলনের সময় সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী সংগঠকদেরও কমিটিতে কোনো স্থান দেওয়া হয়নি। কমিটি গঠনের পুরো প্রক্রিয়া হয়েছে একক সিদ্ধান্তে ও পক্ষপাতদুষ্টভাবে, যা আমাদের বিশ্বাসের জায়গা চূর্ণবিচূর্ণ হয়েছে। বিষয়টি কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌফিক হাসান বলেন, সদ্য গঠিত কমিটির প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা ও ন্যায়বোধের সঙ্গে সাংঘর্ষিক। যার কারণে আমরা এই কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের গভীর ভাবনা ও পর্যবেক্ষণ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জিসান, বিশাল, লেলিন, মেহেদি, শাওন, শুভ, মাহিদ ও আপনসহ অনেকে।

এদিকে উপজেলা সমন্বয় কমিটি গঠনের ২০ দিনের মাথায় এনসিপি থেকে তিন সদস্যের পদত্যাগে অভ্যন্তরীণ ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে সরাসরি অংশ নেওয়া তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের যথাযথ মূল্যায়ন করে কমিটি গঠনে অনেকেই পরামর্শ দিয়েছেন অনেকেই।

এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. এ এস মজনু বলেন, সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করা ওই তিন সদস্যের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। ইতিমধ্যে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পদত্যাগ পত্রে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য: গত ৫ জুন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।