ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নয়ন রায় (২০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ফুলবাড়ী রেল ষ্টেশন থেকে দুই কিলোমিটার উত্তরে রেলওয়ে ২০ নম্বর ব্রীজ এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত নয়ন রায় উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) গ্রামের বৈসাগু রায়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।
এদিকে নিহত নয়ন রায়ের পরিবারের সদস্যরা জানায় বৃহস্পতিবার (২৬জুন) দুপুর থেকে নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন এলাকায় তাকে খুঁজে অনেক লোকজনকে মোবাইল নম্বর দিয়ে আসে তার বাবা।
শুক্রবার সকালে ওই এলাকা থেকে একজন ফোন করে তার বাবা বৈসাগু রায়কে বলেন রেল লাইনের পাশে কাটা লাশ পড়ে আছে। তখন পরিবারের লোকজন গিয়ে লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন। ধারনা করা হয় রাতের কোন এক সময় সে ট্রেনে কাটা পড়ে নিহত হয় ।
দাদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শক্তি রানী জানান, নেশার কবলে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে নয়ন। যখন তখন সে তার বাবা-মা কে মারধর করত। এর আগে বাধ্য হয়ে তার বাবা মা এসিল্যান্ড স্যারের কাছে অভিযোগ দিয়ে তাকে জেলে পাঠানো হয়। তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়।
সর্বশেষে তাকে পাবনা মানসিক হাসপাতালেও রাখা হয়। সম্প্রতি তার মানসিক অবস্থা কিছুটা খারাপ যাচ্ছিলো। বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে যায় আর ফিরে আসেনি। শুক্রবার সকালে রেল লাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের বাড়িতে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।