Loading Now

ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের যাত্রীবাহী কোচের সঙ্গে দিনাজপুর গামী স্ট্রেটফাস্ট নামের অনলাইনের পার্শেলের কর্ভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কর্ভাট ভ্যানের চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছে।

এদের মধ্যে কর্ভাট ভ্যানের চালক ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর এলাকার গুপ্তা প্লাইউড ফ্যাক্টরীর সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর এলাকায় গুপ্তা প্লাইউড ফ্যাক্টরীর সামনে দিনাজপুর থেকে ঢাকা গামী মোল্লা স্পেশাল (ঢাকা-মেট্রো-ব-১২-২১২৬) নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী স্ট্রেটফাস্ট নামের অনলাইনের পার্শেলের কর্ভাট ভ্যানের (ঢাকা-মেট্রো-ম-১১-৯৩০৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় কর্ভাট ভ্যান ও  বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কর্ভাট ভ্যানের চালক সবিজ হোসেন (৪৫) ও হেলপার আরিফুল ইসলামসহ চারজন আহত হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে কর্ভাট ভ্যানের চালক সজিব হোসেন ও হেলপারের আরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। শুধুমাত্র কয়েকজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনা কবলিত কর্ভাট ভ্যান ও মোল্লা স্পেশাল নামের বাস থানায় আনা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।