বীরগঞ্জে ফজিলা বেগমকে হাঁসের খামার উপহার দিল

বীরগঞ্জে ফজিলা বেগমকে হাঁসের খামার উপহার দিল

5 July, 2025 | সময়: 12:59 am

বীরগঞ্জ দিনাজপুর : আত্মনির্ভরশীল সমাজ গঠনের লক্ষ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামে একজন হতদরিদ্র নারীকে হাঁসের খামার করে দিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)। সংগঠনটির “স্বাবলম্বী প্রজেক্ট–০২” এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (৪ জুন) বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে হাঁসের খামারটির উপকারভোগী ফজিলা বেগমকে একটি তৈরি ঘরসহ হাঁস, খাবার,

এবং প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়। ফজিলা বেগম ও তার পরিবার প্রতিনিয়ত অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে, অন্যের করুনা ও ভিক্ষাবৃত্তি করে চলছে সংসার। প্রতিবন্ধী মেয়ে সহ পরিবারের তিনজন সদস্য কিন্তু সকলে কাজ করতে অক্ষম, কোনভাবে খেয়ে কিংবা না খেয়ে চলছে সংসার। ঘটনাটি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ বিএসএসকেপি পরিবারটির জন্য বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করে।

ঈদ সামগ্রী, মাসিক খরচ সহ অন্যান্য তাকে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় নিয়ে আসা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP) কেন্দ্রীয় আহ্বায়ক ও স্বাবলম্বী প্রজেক্ট প্রধান মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা। কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ মাইজার আলম, কাহারোল উপজেলা শাখার উপদেষ্টা মেহেদী হাসান সুমন। বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, বীরগঞ্জ স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ, সাবেক কেন্দ্রীয় কোষাধক্ষ্য রাকিব ইসলাম, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক লিমন ইসলাম ছাড়া উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং দরিদ্র মানুষদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করবে।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক এবং স্বাবলম্বী প্রজেক্ট প্রধান মোঃ ওমর ফারুক বলেন, ফজিলা বেগম একজন সংগ্রামী নারী, তিনি এখন স্বাবলম্বী হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। আত্মনির্ভরশীল সমাজ গঠনের লক্ষ্যে আমরা সাংগঠনিক ভাবে প্রান্তিক পর্যায়ের মানুষকে স্বাবলম্বীকরণে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে চাই। যুগ্ম আহব্বায়ক মোঃ আফিফ হুসাইন সোহেল বলেন, আমরা অসহায়, দরিদ্র ও সমাজের উন্নয়নে কাজ করছি। উপকারভোগী ফজিলা বেগম একজন অসহায় ব্যক্তি আমরা পূর্ব থেকেই তার পাশে ছিলাম। আজ তাকে স্বাবলম্বী প্রজেক্ট ০২ এর আওতায় নিয়ে আসা হয়েছে, এখন থেকে তিনি সাবলম্বীর পথে।

বিশেষ অতিথি বক্তব্যে মতিউল ইসলাম বলেন, বিএসএসকেপি সংগঠনটির সাথে দীর্ঘদিন থেকে যুক্ত আছি। মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, আজকের এই স্বাবলম্বী প্রজেক্ট যে পরিবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। সমাজের ও পর্যায়ে ব্যক্তিদের প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর প্রতি যখনই আসে নজর দেওয়া উচিত। বিশেষ অতিথি বক্তব্যে কাহারোল উপজেলা শাখার উপদেষ্টা মেহেদী হাসান সুমন বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP) দীর্ঘদিন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। একসাথে মানবিক কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছি। সাংগঠনিকভাবে প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর পাশে সাংগঠনিক কার্যক্রম পৌঁছাতে আমরা অঙ্গীকারবদ্ধ।

উপকারভোগী ফজিলা বেগম বলেন, ছোট বেলা থেকেই বাড়িতে হাঁস মুরগি পালন করতাম। পারিবারিক সমস্যার কারণে ১ বছর থেকে হাঁস নেই। আমাকে হাঁসের ঘড় ও হাঁস দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। স্বাবলম্বী প্রজেক্ট নিয়ে সংগঠনে প্রতিষ্ঠাতা এনায়েত উল্লাহ সিয়াম বলেন, আমাদের সংগঠনের মেগা প্রজেক্টের অন্যতম একটি হলো স্বাবলম্বী প্রজেক্ট। আমরা চাই কেউ যেনো পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয়। এজন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরো চমৎকার। যেটা সময়ের সাথে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।