বগুড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম

বগুড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম

10 July, 2025 | সময়: 7:29 pm

১০ জুলাই মঙ্গলবার সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদান করে।

১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় বগুড়ার ধনুট উপজেলার সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠপ্রাঙ্গণে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় ১৮২৭ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। এই ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, নাক-কান-গলা, চক্ষু ও শিশু বিশেষজ্ঞগন এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

চক্ষু রোগী সেবার অংশ হিসেবে ১৩ জনকে চোখের ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হয়, যাদেরকে পরবর্তীতে সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতালে) বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে।

এছাড়াও ২০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এবং অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা চলমান রাখার প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।