নাটোরে এসএসসিতে যমজ ভাইয়ের কৃতিত্ব

নাটোরে এসএসসিতে যমজ ভাইয়ের কৃতিত্ব

13 July, 2025 | সময়: 5:33 pm

নাটোরের সিংড়ায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদের কৃতিত্বে আনন্দিত পরিবার। তারা দুজনই সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে।

এসএসসি পরীক্ষায় রিয়াদ ১২৫৯ নম্বর পেয়ে উপজেলার প্রথম স্থান ও নাটোর জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। অপর ভাই রিশাদ ১২৩৫ নম্বর পেয়ে উপজেলার চতুর্থ স্থান অর্জন করেছে।
তারা উপজেলার বিলদহর বাজারের রেখা ফার্মেসির স্বত্বাধিকারী রাজু আহমেদ ও গৃহিণী নাজনীন আক্তারের ছেলে।

এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রিশাদ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস ও ১৮ জন জিপিএ ৫ অর্জন করে।

যমজ দুই ভাই রিয়াদ ও রিশাদ জানায়, তাদের এই কৃতিত্ব বাবা-মা ও শিক্ষকদের অবদানের ফসল।
তারা কৃতিত্বের সঙ্গে লেখাপড়া শেষ করে দেশ ও মানুষের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করেন।

রিয়াদ ও রিশাদের বাবা রাজু আহমেদ বলেন, তাদের ফলাফলে পরিবার ও এলাকাবাসী খুবই আনন্দিত। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন বলেন, যমজ দুই ভাই খুবই মেধাবী, ক্লাস পরীক্ষায় বরাবরই ভালো করত।
তাদের নেতৃত্বে সম্প্রতি জাতীয় বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় দেশের নবম স্থানে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, যমজ ভাই রিয়াদ ও রিশাদের কৃতিত্বে আমরা গর্বিত। কৃতিত্বের সঙ্গে লেখাপড়া শেষ করে তারা যেন দেশ ও মানবতার কাজ করে সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।