সারিয়াকান্দিতে নৌ-বন্দর স্থাপনের কাজ শুরু
সারিয়াকান্দিতে নৌ-বন্দর স্থাপনের কাজ শুরু
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভাধীন কালিতলা নামক স্থানে সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌ-বন্দর স্থাপনের জন্য প্রথমিক কাজ শুরু করা হয়েছে।
বিকালে ৫ টায় কালিতলা ঘাটে অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়রম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা (জি) এ কথা বলেন। এই সময় তার সাথে ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন ছনি ও সাধারন সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা।
এর আগে বগুড়া জেলা প্রশাসন থেকে নৌ-বন্দর স্থাপন করার জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছিলো। উল্লেখ্য ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে নদী বন্দর স্থাপনের জন্য কার্যক্রম শুরু করেছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।