সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

13 July, 2025 | সময়: 6:06 pm

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। ভুয়া পুলিশ পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এই চক্রের মূলহোতা রাজিউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রতারক রাজিউর রহমান ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের সইফুর রহমানের ছেলে।

রোববার (১৩ জুলাই) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম সেনাবাহিনীর চাকরিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করলে নিকটস্থ আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে, রাজিউর ইসলাম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে টাকার মাধ্যমে বিভিন্ন সরকারী চাকুরি নিয়ে দেয়।

ভিকটিম তখন রাজিউরের সাথে যোগাযোগ করলে তিনি ঠাকুরগাঁও জেলাতে এসআই হিসেবে কর্মরত আছেন বলে জানায়। ভিকটিম তার কাছে চাকরির বিষয়ে কথা বললে সে বহু লোককে সেনাবাহিনীতে চাকুরি দিয়েছে এবং তাকেও ভর্তি করে দিবে বলে ১২ লক্ষ টাকার চুক্তিবদ্ধ হয়। চাকুরি হলে প্রথমে ৬ লক্ষ টাকা এবং পরবর্তীতে এ্যাপয়নমেন্ট কার্ড হাতে পাওয়ার পরে বাকী ৬ লক্ষ টাকা দিতে হবে মর্মে চুক্তি হয়।

গত ৩১ মে ভিকটিম মোবাইলে সেনাবাহিনীর মাঠে উপস্থিত হওয়ার জন্য এসএমএস এর কথা বিবাদীকে জানায়। গত গত ২ জুন ভিকটিমের সকল সার্টিফিকেট এবং জনতা ব্যাংকের ২ টি ব্লাংক চেক স্বাক্ষর করে ঠাকুরগাঁও সদর ঠিকানায় পাঠাতে বললে ভিকটিম তার কথা মত ২টি ব্লাংক চেক, মূল এসএসসি সার্টিফিকেট সহ মূল্যবান কাগজপত্র ও ৬ টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প এসএ পরিবহণে কুরিয়র এর মাধ্যমে পাঠিয়ে দেয়।

গত ২ জুন রাত সাড়ে ৮ টার দিকে ভিকটিম পুনরায় ভিকটিমকে ৩ জুন সকাল সাড়ে সাতটার সময় রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগের মাঠ আছে বলে জানায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলে। কিন্তু উক্ত ভিকটিম রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। তখন বিবাদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে বোয়ালিয়া থানায় প্রতারণা আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যায় র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী শুরু করে।

শনিবার ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন বন্দরপাড়া নামক এলাকা হতে উক্ত সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতা ও পরিকল্পনাকারীকে আটক করে। প্রাথমিক তদন্তে উক্ত প্রতারণার সত্যতা পাওয়া গেছে এবং উক্ত প্রতারক নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এর আগেও বহুবার মানুষ কে প্রতারণা করে এসেছে। এভাবে সে অনেকের সার্টিফিকেট জালিয়াতি, আত্মসাত করার মাধ্যমে ব্লাকমেইল এর সাথে জড়িত ছিলো।

মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন ভিকটিমের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে এলাকার নিরীহ লোকজনকে নিঃস্ব করেছে মর্মে জানা যায়। তাছাড়া পূর্বে উক্ত আসামীর নামে একাধিক প্রতারণা আইনে মামলা রয়েছে এবং একাধিকবার জেলে গেছে। উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।