বৃহস্পতিবার

১৭ জুলাই, ২০২৫

২ শ্রাবণ ১৪৩২ | ২১ মুহররম, ১৪৪৭

প্রথমবার মিউজিক ভিডিওতে বুবলী

প্রথমবার মিউজিক ভিডিওতে বুবলী

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে চলেছেন তিনি। সম্প্রতি শেষ করলেন ‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর শুটিং। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

নির্মাতা জানান, এরইমধ্যে বিএফডিসিতে এর শুটিং সম্পন্ন হয়েছে। গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন। সংশ্লিষ্টরা জানান, শিগগিরই গানটি ‘গানচিল মিউজিকে’র ব্যানারে প্রকাশ করা হবে।

এই মিউজিক ভিডিওর মধ্য দিয়ে দর্শকদের সামনে নতুন এক বুবলীর আগমন হতে চলেছে। নিজেকে নতুন রূপে দর্শকদের সামনে হাজির করতেই নতুন এক চ্যালেঞ্জ নিয়েছেন এই চিত্রনায়িকা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত তিন সিনেমা। এগুলো হচ্ছে- রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’, রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’। প্রত্যেকটি সিনেমা নিয়েই আশাবাদী বুবলী। তিনি জানান, সিনেমাগুলোতে দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে আবিষ্কার করতে পারবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।