বৃহস্পতিবার

১৭ জুলাই, ২০২৫

২ শ্রাবণ ১৪৩২ | ২১ মুহররম, ১৪৪৭

১৫ লাখ সরকারি চাকরিজীবী উচ্চতর গ্রেড পাবেন

১৫ লাখ সরকারি চাকরিজীবী উচ্চতর গ্রেড পাবেন

১৫ লাখ সরকারি চাকরিজীবী উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।

গত ৩০ এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ রায় দিয়েছিল যে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন। এ রায়ের ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, একই পদে কর্মরত কোনো কর্মচারী যদি দুই বা ততোধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পান, তবে নতুন পে স্কেলে তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে যারা একটি মাত্র টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা নতুন স্কেলে একটি উচ্চতর গ্রেড পাবেন। এই পরিপত্র জারির পর সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একাধিক রিট আবেদন করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।