বৃহস্পতিবার

১৭ জুলাই, ২০২৫

২ শ্রাবণ ১৪৩২ | ২১ মুহররম, ১৪৪৭

খাঁচায়বন্দি টিয়াগুলো মুক্ত আকাশে উড়লো

খাঁচায়বন্দি টিয়াগুলো মুক্ত আকাশে উড়লো

নাটোরের সিংড়ায় কবুতর খামারে অভিযান চালিয়ে আটটি টিয়া উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

বুধবার সকাল ৮ টায় পৌর শহরের মাদারিপুর মহল্লায় হুজাইফার কবুতর খামারে অভিযান পরিচালনা করে পাখিগুলো জব্দ করেন রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

পাখি ব্যবসায়ী পালিয়ে গেলেও আর কোন দিন খামারে দেশীয় পাখি কেনা-বেচা করবে না মর্মে তার পিতা আব্দুল খালেক এর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

পরে উদ্ধারকৃত পাখিগুলো উপজেলার সংরক্ষিত এলাকায় অবমুক্ত করেন ইউএনও মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, সিংড়া থানার উপ-পরিদর্শক বখতিয়ার, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা, ছাত্র বিষয়ক সম্পাদক রিপন হোসেন প্রমূখ।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিলের পাখি রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে। পরিবেশ কর্মীদের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।