শনিবার

১৯ জুলাই, ২০২৫

৪ শ্রাবণ ১৪৩২ | ২৩ মুহররম, ১৪৪৭

কাহারোলে পানির অভাবে পাট জাগ দিতে পারছে না কৃষক

কাহারোলে পানির অভাবে পাট জাগ দিতে পারছে না কৃষক

কাহারোল, দিনাজপুর : দিনাজপুরের কাহারোল উপজেলা বাম্পার ফলন! পানির অভাবে পাট জাগ দিতে পারছেন কৃষক।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার বিভিন্ন মাঠে দেখা গেছে পাট গাছ গুলি দাঁড়িয়ে আছে। অনেক জায়গায় পাট চাষীরা পাট কাটছে কিন্তু পানির অভাবে জাগ দিতে পারছে না।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে পাটের লক্ষ্য মাত্রা ৩ শত ৬০ হেক্টর জমিতে।

বৃহস্পতিবার কৃষি অফিস জানান, দেশী পাট কাটা হয়েছে ১০ হেক্টর ও তোষা পাট কাটা হয়েছে ৮৮ হেক্টর। তোষা পাট প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১১.৯০ বেল। প্রতি বেলের ওজন হচ্ছে ১৮১ কেজি আর দেশি প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ মাত্রা ৯.৪ বেল।

উপজেলার বুলিয়া গ্রামের পাট চাষী অতুল চন্দ্র রায় জানান, ৫০ শতক জমিতে পাট চাষ করে মহাবিপদে পড়েছি। পানির অভাবে পাট জাগ দিতে পারছি না। খন্তা গ্রামের কৃষক সবুজ জানান, পাট কেটে ধান লাগাতে হবে পাট জাগ দেওয়া জায়গা না থাকায় জমির এক কোনে পাট জাগ দিচ্ছি পানি সেচ দিয়ে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, এবার আকাশে পানি কম থাকায় একটু সমস্যা হচ্ছে পাট চাষীদের। তবে যে খাল বা ডোবায় পানি রয়েছে তাতে কৃষকেরা পাট জাগ দিতে পারে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।