বৃহস্পতিবার

১৭ জুলাই, ২০২৫

২ শ্রাবণ ১৪৩২ | ২১ মুহররম, ১৪৪৭

নওগাঁর মান্দায় গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ’ প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় ভবনের দেয়ালে শিক্ষার্থীদের অঙ্কিত গ্রাফিতি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন এবং কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহার আলী। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিগুলো ঘুরে দেখেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।