সোমবার

২১ জুলাই, ২০২৫

৬ শ্রাবণ ১৪৩২ | ২৫ মুহররম, ১৪৪৭

চেহেলগাজী ইউনিয়নে এক দিনে সাত হাজার বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

চেহেলগাজী ইউনিয়নে এক দিনে সাত হাজার বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

দিনাজপুর প্রতিনিধিঃ “গাছ লাগান-পরিবেশ বাঁচান”-এই শ্লোগানকে সামনে রেখে ১৯ জুলাই শনিবার জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর পরিকল্পনায় ও দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানার সার্বিক সহযোগিতায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে চেহেলগাজী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা এক দিনে ৭ হাজার রোপন করা হয়।

জেলা প্রশাসকের পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী দিনাজপুর জেলায় ৮ লক্ষ বৃক্ষরোপণের অংশ হিসেবে ১৩ উপজেলায় ৭০ হাজার এবং প্রতিটি ইউনিয়নের বরাদ্দকৃত ৭ হাজার বৃক্ষ রোপন কর্মসূচী-২০২৫ উপলক্ষ্যে ১নং চেহেলগাজী ইউনিয়নের বাস্তাবয়নে ৯টি ওয়ার্ডে ৭ হাজার ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করা হয়েছে।

কর্ণাই ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

জেলা প্রশাসকের দেয়া এই গাছগুলোর যত্ন নেওয়া প্রতিটি এলাকাবাসীর নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। আসুন গাছ লাগাই-পরিবেশ বাঁচাই। স্বাগত বক্তব্য রাখেন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম হাসান নূর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ট্যাক অফিসার মোঃ গোলাম রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নাজির হোসেন, মোঃ পাভেল ইমরান, আয়েশা খাতুন, মোঃ সমাজ উদ্দিনসহ ৯ ওয়ার্ডের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।