নীলফামারীর সৈয়দপুরে এসিল্যান্ড না থাকায় চরম ভোগান্তি

নীলফামারীর সৈয়দপুরে এসিল্যান্ড না থাকায় চরম ভোগান্তি
নীলফামারীর সৈয়দপুরে কয়েক মাস থেকে নেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তিনি বদলী হয়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে ওই পদটি খালি পড়ে আছে। ওই পদে নতুন কেউ না আসায় সৃষ্টি হয়েছে জমি মালিকসহ অন্যান্যদের চরম ভোগান্তি। দ্রুত সময়ে ওই পদে অন্য কেউ না এলে ভোগান্তি আরো চরম আকার ধারণ করবে বলে মন্তব্য অনেকের।
গত কয়েক মাস পুর্বে সহকারী কমিশনার ভুমি মোঃ আমিনুল ইসলাম বদলী হয়ে অন্যত্র চলে যান। সে সময় থেকে তার স্থলে কেউ যোগদান করেননি। যার ফলে প্রতিদিন দপ্তরে জমা হচ্ছে ফাইলের পর ফাইল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে চলছেন। তবে তিনি বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভাসহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। তাই ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালনে তিনি হিমশিম খাচ্ছেন।
উপজেলার গুরুত্বপূর্ণ এ দপ্তরটিতে কর্তা না থাকায় সৃষ্টি হয়েছে জগাখিচুরি। সাধারনত খাজনা খারিজের কাজ চলমান থাকলেও গুরুত্বপূর্ণ ফাইলের কাজগুলো আছে আটকা । বিশেষ করে জমির রেকর্ড ও দলিল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি তথা মিসকেসগুলো ফাইলবন্দিপ অবস্থায় পড়ে থাকছে সংশ্লিষ্ট কর্মকর্তার অভাবে।
ওই অফিসের এক কর্মচারি জানান,স্যার না থাকায় কোন কাজ হচ্ছে না। প্রতিদিন কাজের জন্য লোকজন এসে ফিরে যাচ্ছে। অনেকটা তারা বিরক্ত হয়ে গালমন্দও করছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর -ই- আলম সিদ্দিকী বলেন,কয়েক মাস থেকে ওই পদে কেউ না আসায় সমস্যা দেখা দিয়েছে। ভূমি অফিসের ভোগান্তি লাঘবে উর্ধতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। এখন পর্যন্ত কোন কর্মকর্তা পাইনি। তবে বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি আমি এ অফিসেরও গুরুত্বপূর্ণ কাজগুলো সমাধানের চেষ্টা করছি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।