রবিবার

২০ জুলাই, ২০২৫

৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মুহররম, ১৪৪৭

নীলফামারীর সৈয়দপুরে ধর্ষনের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে ধর্ষনের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে অবাঙ্গালি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। সেই সাথে ক্যাম্পের মেয়েদের র্ধষণ করা হবে এমন হুমকিও দেয়া হয়। তারই প্রতিবাদে ক্যাম্পের হাজারো নারী পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করে।

১৯ জুলাই শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা বলেন, কিছুদিন থেকে পুরাতন ক্যাম্প ও নতুন ক্যাম্পের তরুণদের মধ্যে বিবাদ চলে আসছে। এটি সমাধানে এলাকার লোকজন এগিয়ে এলে তাদেরকে করা হয় অপমানিত। তারা জানান এর সাথে জড়িত ফয়সাল, বেলাক, মনা ও জীবন নামে কয়েকজন।

অবাঙ্গালি ২নং ক্যাম্পের সভাপতি হামিদা বেগম বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মা-বোনদের ধর্ষনের হুমকি দেয়া হয়েছে। আমাদের অনেক গরীব মেয়েরা দিন মজুরি করতে বাইরে কাজে যায়। হুমকিতে তারা আতংকিত হয়ে পড়েছে।

আমরা সৈয়দপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। সুষ্ঠু বিচার না পেলে আমরা ২২টি ক্যাম্পের লোকজনকে নিয়ে বড় ধরনের কর্মসূচিতে যেতে পারি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।