রবিবার

২০ জুলাই, ২০২৫

৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মুহররম, ১৪৪৭

পঞ্চগড়ে পাটের ফলন ভালো, দামে শঙ্কা

পঞ্চগড়ে পাটের ফলন ভালো, দামে শঙ্কা

পঞ্চগড়, সংবাদদাতা : আবহাওয়া অনুকূলে থাকায় পঞ্চগড় জেলায় পাটের ফলন ভালো হয়েছে। ফলে ক্রমেই পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষিরা পচানো পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাস্ত সময় পার করছেন। তবে, পাটের দাম নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা।

বিশেষ করে সরকারি ও বে-সরকারি পাট কল গুলো বন্ধ হয়ে যাওয়ায় সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরেজমিনে দেখা যায়, উপজেলার বেশিরভাগ এলাকায় ক্ষেত থেকে কৃষকরা পাট কাটছেন। কোথাও মাঠ থেকে কাটা পাট অন্যত্র নিয়ে যাচ্ছেন।

কোথাও চলছে পাট পচানোর প্রস্তুতি। আবার পচানো পাট থেকে আঁশ ছড়ানোর কাজ চলছে। কৃষকরা জানান, কয়েক বছর আগেও চাষিরা পাট চাষ করে লোকশানে পড়েছিলেন। তাই অনেক বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েন। মাঝে সল্প পরিসরে যারা আবাদ ধরে রেখেছিলেন, তারাই লাভবান হয়েছেন। তাদের দেখেই অন্যরা আবারো পাট চাষে ফিরছেন।

সদর উপজেলার ৯নং মাগুড়া ইউনিয়নের চাষি ইরফান আলী এবার তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন। তিনি বলেন, গত বছর পাটের দাম ভালো পাওয়ায় মৌসুম শুরুতেই চাষিরা পাট চাষের দিকে ঝুঁকে পড়েছিলেন। এতে পাটের আবাদ বেড়েছে। অনুকুল আবহাওয়া ফলনো ভালো হয়েছে। তবে, পাটকল গুলো বন্ধ হয়ে যাওয়ায় চলতি বছর দাম কমে যাওয়ায় আশঙ্কা রয়েছে।

জগদল হাটের পাইকারী পাট ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, হাটে প্রাচুর পাট আসতে শুরু করছে। এবারে বাইরের ক্রেতা কম। তারপরও চাষিরা ভালো দাম পাবেন বলে আশা করা হয়েছে। মো: আসাদুন্নবী উপজেলা কৃষি অফিসার জানান, চলতি বছর উপজেলায় ২২ শত ২০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও অনেক ভালো।

প্রতি হেক্টরে ১৩৩ মন ২ কেজি পাট উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সদর উপজেলা ধাক্কা-মারা, মাগুরা, ও সাতমেড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পাট চাষ বেশী হয়েছে। সদর উপজেলায় জগদল ও টুনিরহাট বাজারে পাট বেশী বিক্রয় হয়। বর্তমান উপজেলা সদরে পাট প্রতি মন ২৮শ টাকা দরে কৃষক বিক্রয় করছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।