সব জিম্মিকে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

সব জিম্মিকে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস
ইসরায়েলের সব বন্দিদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস।
২০ মিনিটের ওই ভিডিওতে আবু ওবাইদা জানান, সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যেখানে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল।
তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ডানপন্থী মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে।
আবু ওবাইদা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার যে— বন্দিদের মুক্তির বিষয়ে ক্রিমিনাল নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে।
তিনি আরো বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না।
এমনকি ১০ বন্দিকে মুক্তির বিনিময়ে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতেও আসবে না হামাস। গাজায় এখনো ৫০ ইসরায়েলি বন্দি রয়েছে যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত।
ভিডিও বার্তায় আবু ওবায়দা আরো বলেন, হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। তারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে চলমান অভিযান চালু রাখবে।
ইসরায়েলি গণহত্যার বিষয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি আরো বলেন, তোমাদের নীরবতায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের রক্তের বোঝায় তোমাদের কাঁধ ভারাক্রান্ত।
এদিকে শুক্রবার দখলদার ইসরায়েলের হামলায় অন্তত ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যম আলজাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ নিয়ে ২০২৩ এর অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি প্রাণ হারালেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরো অন্তত ১ লাখ ৪০ হাজার।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।