কুড়িগ্রামে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু

কুড়িগ্রামে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে মসজিদের রেলিং ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজু খানায় যান। অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপরের রেলিং ভেঙে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। শনিবার হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ দেয়নি। এটা একটা নিছক দুর্ঘটনা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।