রাজশাহীতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে রুয়েট শিক্ষার্থীদের নেসকো ঘেরাও
রাজশাহীতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে রুয়েট শিক্ষার্থীদের নেসকো ঘেরাও
প্রকৌশলী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে রাজশাহীর হেতেমখাঁ এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা নেসকোর প্রধান কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নেসকোর প্রকৌশলী নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এতে প্রকৃত মেধাবীরা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন। তারা বলেন, এ অবিচার আর মেনে নেওয়া হবে না।
বিক্ষোভকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন:
১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো ধরনের প্রমোশনাল কোটা রাখা যাবে না।
২. উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে সব ধরনের ডিপ্লোমা কোটা বাতিল করে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
৩. বর্তমানে সহকারী প্রকৌশলী পদে যেসব কর্মকর্তা পদোন্নতির মাধ্যমে এসেছেন (যাদের সংখ্যা ৩৩ শতাংশের বেশি), তাদের নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।
বিক্ষোভে নেতৃত্ব দেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম, পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আল-আমিন ইসলাম রকি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাত সাফিন তূর্য, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী তৌফিক তুষার, মেহরান আল বান্না ইউশা, এবং EEE বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল ও আবরার ফাইয়াজ অমি প্রমুখ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।