বুধবার

২৩ জুলাই, ২০২৫

৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মুহররম, ১৪৪৭

কাহারোলে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা সহ প্রায় ৩৪ লক্ষ মালামাল লুট

কাহারোলে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা সহ প্রায় ৩৪ লক্ষ মালামাল লুট

দিনাজপুর, প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ৪ নং তাঁরগাও ইউনিয়নের হাটীয়াড়ী গ্রামের কানাই শাহার বাড়ীতে গত ২১ জুলাই সোমবার দিবাতগত রাত আনুমানিক দুইটার সময় ঘটেছে বলে জানান কানাই চন্দ্র রায়।

তিনি এবং পারিপার্শ্বিক লোজন বলেন রাত আনুমানিক ২ টার সময় একদল ডাকাত বাড়ীর প্রাচীর টপকে বাড়ীর ভিতরে ঢুকে বারান্দার গ্রীলের তালা ভেংগে চারটি রুমে তন্নবিতন্য করে বাড়ীতে থাকা ২০ ভরি স্বর্ণ নগদ ২ লক্ষটাকা ও ৫০ বছরের পুড়ানা কাসার থালাবাসন আনুমানিক দুইমন এবং কিছু দামী কাপড় নিয়ে যায়।

বাড়ীতে শুধু কানাই শাহা ও তার স্ত্রী ছিলেন। তার দুই ছেলে ছেলের বউ পরিবার সহ শশুর বাড়ীতে গিয়েছিলেন এছারাও বিদ্যুৎ ছিলনা আমরা ঘুমিয়ে ছিলাম ঘরের বাড়ান্দায় এ সুযোগে ধারণা করেছে যে ডাকাতদল আমার বাড়ীতে এ ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছ।

এছারাও ইতিপুর্বে ২০২১৪ সালেও এ ধরনের ডাকাতির ঘটনা আমার বাড়ীতে ঘটিয়েছিল।

অন্যদিকে ডাকাতির ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ভাবে কাহারোল (সার্কেল) এএসপি মোঃ মনিরুজ্জামান এবং ওসি মোঃ রহুল আমিন ২২ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় কানাই শাহার বাড়ীতে পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান এটি ডাকাতি নয় তবে বড় ধরনের চুড়ি পরিকল্পিত ভাবে করা হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিডি কিংবা মামলা হয়নি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।