মঙ্গলবার

২২ জুলাই, ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২ | ২৬ মুহররম, ১৪৪৭

পানিতে ডুবে জনপ্রিয় মার্কিন তারকা ম্যালকম জামাল ওয়ার্নারের মৃত্যু

পানিতে ডুবে জনপ্রিয় মার্কিন তারকা ম্যালকম জামাল ওয়ার্নারের মৃত্যু

গিয়েছিলেন ছুটি কাটাতে। কে জানত যে তিনি আর ফিরবেন না! মাত্র ৫৪ বছরেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন জনপ্রিয় মার্কিন তারকা ম্যালকম জামাল ওয়ার্নার। সংবাদ সংস্থা রয়টার্স অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একটি আইন প্রয়োগকারী সংস্থা সোমবার রয়টার্সকে ম্যালকম জামাল ওয়ার্নারের মৃত্যুর খবর জানিয়েছে।

জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘দ্য কসবি শো’-তে থিও হাক্সটেবলের চরিত্রে অভিনয়ে সাড়া ফেলেছিলেন ম্যালকম। জানা গেছে, কোস্টারিকায় ছুটি কাটানোর সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। কোস্টারিকার বিচার বিভাগীয় তদন্ত সংস্থা জানিয়েছে, পানির প্রবল স্রোত ওয়ার্নার নামের এক মার্কিন নাগরিককে সাগরের দিকে টেনে নিয়ে যায়। রেড ক্রসের লাইফগার্ডরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, পরিবারের সঙ্গে কোস্টারিকায় ছুটি কাটাচ্ছিলেন ম্যালকম। স্থানীয় সময় গত রবিবার বেলা আড়াইটার দিকে ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের কাহুইতা শহরের কাছে প্লায়া গ্রান্দে সমুদ্রসৈকতে সাঁতার কাটছিলেন তিনি। সে সময় হঠাৎ প্রবল স্রোতে গভীর সমুদ্রের দিকে ভেসে যান এই অভিনেতা।

১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল পপুলার আমেরিকান টিভি সিরিজ ‘দ্য কসবি শো’।
এই শো নিউ ইয়র্কের একটি কৃষ্ণাঙ্গ মধ্যবিত্ত পরিবারের জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল। যেখানে ওয়ার্নার ছিলেন ক্লিফ হাক্সটেবলের একমাত্র ছেলে থিও। ক্লিফের চরিত্রে অভিনয় করেন বিল কসবি।

তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, বিশিষ্ট কবি ও মিউজিশিয়ানও ছিলেন। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে বেশ কিছু টেলিভিশন শো, মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। এ ছাড়া কয়েকটি সিট-কমে আমেরিকান তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছিল।


ম্যালকম জামাল ওয়ার্নার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ম্যালকম অ্যান্ড এডি’, ‘রিড বিটুইন দ্য লাইনস’ ও ‘মেডিক্যাল ড্রামা দ্য রেসিডেন্ট’। অভিনেতা ম্যালকম জামাল ‘থিও হাক্সটেবল’-র চরিত্রে আটটি সিজনে অভিনয়ের দরুন ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং এমির জন্য মনোনয়নও পান। ১৯৮৬ সালে তিনি ‘দ্য কসবি শো’-এর ১৯৭টি পর্বেই সহ-অভিনেতা হিসেবে অভিনয়ের স্বীকৃতি পান। এ ছাড়া ‘আরএন্ডবি’ পারফর্ম্যান্সের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত হন তিনি। ‘হাইডিং ইন প্লেইন ভিউ’ অ্যালবামের গ্র্যামির মনোনয়ন লাভ করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।