বুধবার

২৩ জুলাই, ২০২৫

৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মুহররম, ১৪৪৭

বোদায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন

বোদায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) জন্য ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন, আবেদনকারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

লটারির মাধ্যমে তিনটি, আবেদন না থাকায় দুইটি সিলেকশন ও অপরজন অযোগ্য বিবেচিত হওয়ায় একটি পয়েন্টে একজন সহ মোট ৬ টি স্থানে ডিলার নির্বাচিত করা হয়। এর মধ্যে আটোয়ারি মোড়ের জন্য ২ জন আবেদনকারীর মধ্য থেকে একজন অযোগ্য বিবেচিত হওয়ায় শাহজাহান আলম, ধানহাটি পয়েন্টে আনিছুর রহমান, ওয়াইমোড়ে মাজেদুর মুন্না, প্রামাণিকপাড়ায় আফসারুল, হাসপাতাল মোড় তপুল, এবং বাইপাস মোড়ে রাকিবুল রম্য নির্বাচিত হয়।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, মোট ১৪টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১টি আবেদন বাতিল করা হয়। বৈধ ১৩ জন আবেদনকারীর মধ্য থেকে ৩ টি পয়েন্টে ১ জন করে পাওয়া গেছে এবং বাকী ৩ টি পয়েন্টে স্বচ্ছভাবে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত করা হয়।


উল্লেখ্য, নির্বাচিত ডিলাররা নির্ধারিত স্থানে সরকারের ওএমএস কার্যক্রমের আওতায় নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি করবেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।