পাবনার সাঁথিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক আটক

পাবনার সাঁথিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক আটক

24 July, 2025 | সময়: 7:42 pm

পাবনার সাঁথিয়ায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ওই শিক্ষার্থী উপজেলার ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের নজরুল ইসলাম ওরফে নজুর বাড়ির ভাড়াটিয়া জনৈক ব্যক্তির মেয়ে এবং ধুলাউড়ি নূরানী মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আনিছুর রহমান আনিছকে(৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।লম্পট আনিছুর রহমান উপজেলার ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে। বৃহস্পতিবার (২৪জুলাই) বিকেলে ধর্ষক আনিছকে পাবনা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানায় মামলা সূত্রে জানা গেছে,পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের মেয়েটির বাবা ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।গত ১৬ জুলাই সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থী বাড়ির পাশে ‘ছ’ মিলে কাঠের ঘুন আনতে যায়। এ সময় লম্পট আনিছ তাকে খাজা দেবার প্রলোভন দেখিয়ে ঘুনের হাউজে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনা বাড়ি গিয়ে কাউকে না বলতে ভয়ভীতি দেখায় । মেয়েটির গোপনাঙ্গে ব্যথা হওয়ায় গতকাল বুধবার(২৩ জুলাই) বিকেলে তার মাকে বিষয়টি বলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করলে ধুলাউড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক বৃহসপতিবার(২৪ জুলাই) দুপুরে ধুলাউড়ি থেকে আনিছকে আটক করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিছুর রহমান জানান,ধর্ষককে আটক করা হয়েছে। থানায় ধর্ষন মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিক্যালে প্রেরনসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।