রাবির ক্লাস শুরুর তারিখ আবারও পেছালো

রাবির ক্লাস শুরুর তারিখ আবারও পেছালো

24 July, 2025 | সময়: 4:47 pm

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এনিয়ে দু’বার পেছালো ক্লাস শুরুর তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হবে ১৭ আগস্ট। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম এ তথ্য জানান।

কারণ হিসাবে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কোটার ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়ায় ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে৷ কর্তৃপক্ষ জানায়, ৭ আগস্ট পর্যন্ত চলবে কোটার ভর্তি প্রক্রিয়া।

অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, আজকের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হওয়ার সময় পিছিয়েছে। মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটার ভর্তিগুলোর জন্য ক্লাস শুরু হতে লেট হচ্ছে। ভর্তি চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। তাই ৩ আগস্ট ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শুরু করা সম্ভব হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হবে ১৭ আগস্ট।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।