আমি আশাহতের দলে নই : উষ্ণ

আমি আশাহতের দলে নই : উষ্ণ

10 August, 2025 | সময়: 12:05 pm

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপূর্ব রানার ‘জলরঙ’। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে তাহসিন উষ্ণর। এই নবাগতাকে নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ।

শৈশবে স্বপ্ন দেখেছিলেন নায়িকা হওয়ার। সেই ইচ্ছা পূরণ করতে ঢাকায় আসেন ২০২০ সালে। ওই বছরই রাজু চৌধুরীর একটি ছবিতে চুক্তিবদ্ধও হন উষ্ণ। ছবির নামও ‘স্বপ্ন’। ছবিতে তাঁর নায়ক সিয়াম খান রাতুল।

ঘটা করে মহরত হলো, হয়েছিল কয়েক দিন শুটিংও। এরপর অজানা কারণে বন্ধ হয়ে গেল ছবিটির সব কার্যক্রম। ভেঙে যায় উষ্ণর স্বপ্নও। দুই বছর আর কোনো ছবির প্রস্তাব পাননি।

তবে চেষ্টার ত্রুটি ছিল না উষ্ণর। নির্মাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন উষ্ণ। ২০২২ সালে হঠাৎ অপূর্ব রানার ‘জলরঙ’-এ অভিনয়ের প্রস্তাব পান। সরকারি অনুদানের ছবিটিতে তাঁর নায়ক সাইমন সাদিক। কক্সবাজার ও উখিয়ায় হলো শুটিং।

নিজেকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন উষ্ণ। তবে সে আশার গুড়ে বালি পড়ে এ বছর কোরবানির ঈদে। হলে মুক্তি না পেয়ে ‘জলরঙ’ এলো টিভিতে। মানসিকভাবে বেশ ভেঙে পড়েন উষ্ণ। এ সপ্তাহে হঠাৎ করেই সিনেমা হলে মুক্তি পেয়েছে সেই ছবি। এতে আবার চাঙ্গা হয়ে উঠেছেন অভিনেত্রী। বলেন, ‘আমি কয়েকটি হলে গিয়েছিলাম। দর্শক ছবিটা বেশ উপভোগ করছে। কোনো উৎসবে মুক্তি পেলে হয়তো আরো ভালো হতো। তা ছাড়া প্রচার-প্রচারণাটাও আরেকটু জমকালো হলে দর্শকের আগ্রহ বাড়ত।’

সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন উষ্ণ। এখানে তাঁর নায়ক বাপ্পী চৌধুরী। তবে শুটিং ফ্লোরে এখনো গড়ায়নি ছবিটি। উষ্ণ বলেন, ‘সাফি স্যারের সঙ্গে আমার কথা হয় প্রায়ই। তিনি জানিয়েছেন, শিগগির ছবিটির শুটিং করবেন। আমিও অপেক্ষায় আছি।’

নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। তবে এখনই ছোট পর্দায় মুখ দেখাতে চান না উষ্ণ। বড় পর্দায় নিজেকে মেলে ধরতে চান। উষ্ণ বলেন, ‘চাইলে এত দিনে অনেক নাটক করতে পারতাম। আমি চাই বড় পর্দায় নিজেকে মেলে ধরতে। জানি এই পথ মসৃণ নয়, আমাকে আরো অপেক্ষা করতে হবে। এখন তো ছবি নির্মাণ একদম কমে গেছে। এর মধ্যেই কাজ খুঁজে নিতে হবে। তবে আমি আশাহতের দলে নই। সব সময় আশাবাদী, ভালো দিন আসবেই।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।