১৩তম বারের মতো বিশ্বরেকর্ড ভাঙলেন দুপ্লানতিস

১৩তম বারের মতো বিশ্বরেকর্ড ভাঙলেন দুপ্লানতিস

13 August, 2025 | সময়: 2:01 pm

নিজেই বিশ্বরেকর্ড গড়ছেন, নিজেই আবার তা ভাঙছেন। সুইডেনের আর্মান্ড ‘মন্ডো’ দুপ্লানতিসের কাছে বিষয়টা নেহায়েত ডালভাতই হয়ে গেছে। সেই দুপ্লানতিস আবারও নিজেরই পোল ভল্টের বিশ্বরেকর্ড ভেঙে ফেলেছেন। মঙ্গলবার বুদাপেস্টে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় তিনি ৬.২৯ মিটার লাফিয়ে আগের রেকর্ড এক সেন্টিমিটার উন্নত করেন।

২৫ বছর বয়সী দুপ্লানতিস দ্বিতীয় চেষ্টায় এই উচ্চতা পার করেন। তিনি ২০২৫ সালে এই নিয়ে তৃতীয়বার নতুন রেকর্ড গড়লেন। এর আগে ফেব্রুয়ারিতে ফ্রান্সের ক্লেরমঁ-ফেরঁতে ৬.২৭ মিটার এবং জুনে স্টকহোমে ৬.২৮ মিটার লাফিয়েছিলেন।

এদিন দুপ্লানতিস প্রথম চেষ্টায় ৬.১১ মিটার পার করে এগিয়ে যান গ্রিসের ইমানুয়েল কারালিস (৬.০২ মিটার) এবং অস্ট্রেলিয়ার কার্টিস মার্শাল (৫.৮৩ মিটার)-এর চেয়ে। এরপর ৬.২৯ মিটারের চেষ্টায় তিনি এক পা ও পেট দিয়ে বার ছুঁয়ে ফেললেও সেটি পড়ে যায়নি, আর রেফারি লাফটি বৈধ ঘোষণা করেন।

দুপ্লানতিস বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি নিজের সীমা ছাড়িয়ে যেতে। আজকের দিনটি আমার জন্য বিশেষ।’

১৯৮৫ সালের ১৩ জুলাই প্যারিসে ইউক্রেনের সের্গেই বুবকা প্রথম ৬ মিটার পার করার পর থেকে পোল ভল্টের বিশ্বরেকর্ড ভাঙা হয়েছে ২৬ বার। এর মধ্যে বুবকা ১২ বার, দুপ্লানতিস ১৩ বার এবং ফ্রান্সের রেনো লাভিলেনি একবার রেকর্ড গড়েছেন।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুপ্লানতিস প্রথম বিশ্বরেকর্ড গড়েন ২০২০ সালে, তখন তার উচ্চতা ছিল ৬.১৭ মিটার। আগামী মাসে টোকিওতে হতে যাওয়া আউটডোর বিশ্বচ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনি, শিরোপা জিতেছেন টানা দুই বার। এমন পারফর্ম্যান্সের পর তিনি সেখানে তিনি হ্যাটট্রিকটা পূরণ করবেন, মনে হচ্ছে এমনই।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।