মানুষের অন্তরের গোপন চিন্তাও আল্লাহ জানেন

মানুষের অন্তরের গোপন চিন্তাও আল্লাহ জানেন

14 August, 2025 | সময়: 12:50 pm

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা হুজুরাত, আয়াত : ১৮

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

اِنَّ اللّٰهَ یَعۡلَمُ غَیۡبَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ وَ اللّٰهُ بَصِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۸﴾

সরল অনুবাদ

(১৮) নিশ্চয়ই আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। আর তোমরা যা করো আল্লাহ তা দেখেন।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

এ আয়াতটি সুরা আল-হুজুরাতের শেষ আয়াত। এর পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ তায়ালা মহানবী (সা.)-এর প্রতি অনুচিত আচরণ, মুনাফিকদের ভণ্ডামি এবং কিছু বেদুইনের অশোভন দাবি ও আচরণের সমালোচনা করেছেন।

শেষ আয়াতে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে, মানুষের অন্তরের অবস্থা, লুকানো উদ্দেশ্য এবং ভবিষ্যতের ঘটনাবলি— এর কোনো কিছুই তাঁর জ্ঞানের বাইরে নয়।
আয়াতে উল্লিখিত ‘আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত।’ এখানে গায়েব বলতে বোঝানো হয়েছে—যে বিষয়গুলো মানুষের দৃষ্টির আড়ালে, মানুষের জ্ঞানের সীমার বাইরে। কাজেই আকাশমণ্ডলীতে যা কিছু ঘটছে, ফেরেশতাদের কার্যক্রম, ভবিষ্যতের সিদ্ধান্ত, রিজিক বণ্টন— সবই তাঁর জানা।

পৃথিবীতে মানুষের গোপন পরিকল্পনা, অন্তরের ইচ্ছা এবং অদেখা সব বিষয়ও তাঁর জ্ঞানের মধ্যে রয়েছে।
সুরা আনআমের ৫৯ নম্বর আয়াতে এসেছে : ‘গায়েবের চাবি কেবল তাঁর কাছেই আছে। তা তিনি ছাড়া কেউ জানে না।’

অতএব, মানুষের প্রতিটি কাজ গোপনে হোক বা প্রকাশ্যে; আল্লাহর জ্ঞানে রয়েছে।

তিনি শুধু দেখেনই না, বরং সেই অনুযায়ী প্রতিদানও দেবেন।
এখানে আল্লাহর ‘বাসীর’ (সব দেখেন) গুণের উল্লেখ করে মানুষকে সতর্ক করা হয়েছে, যেন কেউ মনে না করে তার ছোট বা লুকানো কাজও অগোচরে রয়ে গেছে।

আয়াতের শিক্ষা ও বার্তা

* গায়েবের জ্ঞান কেবল আল্লাহর : কোনো নবী, ফেরেশতা বা অলি স্বভাবত গায়েব জানেন না; আল্লাহ চাইলে সীমিত কিছু জানিয়ে দেন (সুরা জিন, আয়াত : ২৬-২৭)।

* অন্তরের উদ্দেশ্যও আল্লাহর কাছে স্পষ্ট : তাই শুধু বাহ্যিক ভালো কাজ নয়, নিয়তও শুদ্ধ রাখতে হবে।

* প্রতিটি কাজের হিসাব হবে : গোপন অপরাধ হোক বা সৎকাজ হোক।

সবই কিয়ামতে প্রকাশিত হবে ও প্রতিদান দেওয়া হবে। (সুরা : যিলযাল, আয়াত :৭-৮)।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।