২৯ বলে ১০ ছক্কা, কক্সের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড

২৯ বলে ১০ ছক্কা, কক্সের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড

17 August, 2025 | সময়: 4:25 pm

জর্ডান কক্সের বিধ্বংসী ব্যাটিংয়ে হান্ড্রেড ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ল ওভাল ইনভিন্সিবলস। কিয়া ওভালে ১০০ বলে দলটি ৪ উইকেটে তুলেছে ২২৬ রান। বড় সংগ্রহ গড়ার পর প্রতিপক্ষ ওয়েলশ ফায়ারকে হারিয়েছে ৮৩ রানের বড় ব্যবধানে। এদিকে দলকে বিশাল পুঁজি এনে দেওয়ার পথে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন কক্স।

স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে টস জিতে আগে ব্যাট করতে নামে ইনভিন্সিবলস। প্রথম ১০ বলেই ছন্দে ফেরেন ওপেনার উইল জ্যাকস, ম্যাট হেনরিকে টানা দুই চারে স্বাগত জানান তিনি। এরপর তাওয়ান্দা মুয়ায়ে একের পর এক ছক্কায় চেপে বসেন ডেভিড পেইনের ওপর। পাওয়ারপ্লের ২৫ বল শেষে স্কোরবোর্ডে জমা পড়ে ৫৪ রান, কোনো উইকেট না হারিয়ে।

এদিকে ইনভিন্সিবলসের শুরুটা ভালো হলেও ওয়েলশের সাইফ জায়েব বল হাতে মুয়ায়েকে থামান। হাফ-ট্র্যাকার বলে স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ ধরেন পেইন। এরপর হেনরি ফিরিয়ে দেন জ্যাকসকে, তার দুর্দান্ত ক্যাচটি নেন ক্রিস গ্রিন। ইনভিন্সিবলস তখন অর্ধেক ইনিংসে পৌঁছায় ৮৯ রানে ২ উইকেট হারিয়ে। এরপর শুরু হয় কক্সের একক শো।

অভিষিক্ত আজিত সিং ডেলকে টানা তিন ছক্কা হাঁকান কক্স, এরপর চতুর্থটিতেও উড়িয়ে মারেন অবিশ্বাস্য এক রিভার্স-স্কুপে। এরপর যোগ দেন স্যাম কারান। ক্রিস গ্রিনকে টানা দুটি ছক্কা মেরে দলীয় রান তোলে ১৫০-তে। ছোট সীমানা লক্ষ্য করেই চলতে থাকে তাণ্ডব। এক পর্যায়ে শর্ট-থার্ডে কক্সের ক্যাচ ফেলেন সিং ডেল, আর সেটাই কাল হয়ে দাঁড়ায়। সুযোগ কাজে লাগিয়ে কক্স পরের ওভারে পল ওয়াল্টারকে টানা তিন ছক্কা মারেন। মাত্র ২১ বলে তুলে নেন অর্ধশতক।

স্যাম কারান অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। গ্রিনের বলে ডিপ মিডউইকেটে ধরা পড়েন। এরপর দক্ষিণ আফ্রিকান ডোনোভান ফেরেইরা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জানান দেন আগমনী বার্তা। আরেকটি ছক্কা মারার পর ফেরেইরা আউট হলেও কক্স তখন থামার নাম নিচ্ছেন না। শেষ তিন বলে তোলেন ১৪ রান। ২৯ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংসে ছিল ১০টি বিশাল ছক্কা।

কক্সের এই ঝড়ো ইনিংসের সুবাদেই রেকর্ড গড়েছে তার দল। ১০০ বলের এই খেলায় ইনভিনসিবলস তুলেছে ৪ উইকেটে ২২৬ রান, যা হান্ড্রেড ক্রিকেটে দলগত সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০২২ সালে নর্দান সুপারচার্জারসের বিপক্ষে ম্যানচেস্টার অরিজিনালসের ৫ উইকেটে ২০৮ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমেই হোঁচট খায় ওয়েলশ ফায়ার। প্রথম বলেই জেসন বেহরেনডর্ফের বলে স্টিভ এসকিনাজি ক্যাচ দিয়ে ফেরেন। ক্যাচটি নেন মুয়ায়ে, দুর্দান্ত এক ডাইভ দিয়ে। সেখান থেকেই গতি হারায় ওয়েলশ ফায়ারের ইনিংস। মাঝে জনি বেয়ারস্টো কিছুটা লড়াই করেন, করেন ৫০ রান। টম কোলার-ক্যাডমোর ১৬ বলে ৩১ রানের ইনিংস খেলেন। তবে পুরো দল গুটিয়ে যায় ১৪৩ রানে। টম কারান নেন ১৫ রানে ৪ উইকেট।

ম্যাচসেরা কক্সের প্রতিক্রিয়া কক্স বলেন, ‘আজকের আগের ম্যাচে সামনে পা ঠিক রাখতে পারিনি, তাই কোনো পাওয়ার ছিল না শটে। ডোনোভানের সঙ্গে নেটে একটু কাজ করেছিলাম, ও সব সময় ব্যালান্স ঠিক রাখতে বলে, সেটাই কাজে দিয়েছে।’ দলের প্রশংসায়ও কক্স ছিলেন উদার, ‘এটা দারুণ একটা দল। সত্যি বলতে এটা দলে থাকতে পারা সৌভাগ্যের ব্যাপার। দলের গভীরতা অনেক, তাই নিজের খেলাটা স্বাধীনভাবে খেলতে পারি। আমরা দারুণ ক্রিকেট খেলছি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।